বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বিশ্বকাপে ক্যারিয়ার সেরা পারফর্ম করে আইসিসির একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডার তালিকায় সাকিব আল হাসান শীর্ষত্ব ধরে রাখলেও একধাপ পতন হয়েছে ভারতের।
গেল শনিবার গ্রুপ পর্বে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করলেও আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে নিচে নেমে গেছে বিরাট কোহলির ভারত। সেমির আগে ভারত শিবিরে এটি নিশ্চিতভাবেই দুঃসংবাদ বিরাট কোহলিদের জন্য।
নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার আগে আইসিসি আপডেট র্যাংকিংয়ে জানানো হলো- ভারতকে টেক্কা দিয়ে ওয়ানডেতে শীর্ষস্থান দখলে নিয়েছে ইংল্যান্ড।
গতকাল রবিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি নতুন এ র্যাংকিং প্রকাশ করে।
প্রকাশিত র্যাংকিংয়ে জানানো হয়, ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড, ১২২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে ভারত, ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে ৩ নম্বরে অস্ট্রেলিয়া ও ১১২ পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড।
আইসিসি প্রকাশিত ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে থাকা চার দলই এবার বিশ্বকাপে সেমিফাইনাল খেলছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.