বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : সিলেটের তরুণ পেসার খালেদ আহমেদ। এবার বিপিএলে খেলছেন চিটাগং ভাইকিংসের হয়ে। বিপিএলের ষষ্ঠ আসরের উদ্বোধনী দিনেই সিলেটের এই তরুণকে ১১৯ বছর বয়সী বুড়ো হিসেবেই দেখানো হয়েছে।
হাস্যরসেরও জন্ম দেন সম্প্রচারকারীরা। আজ শনিবার বিপিএলের উদ্বোধনী দিনেই পুরনো অভিযোগ যেন নতুন করে সামনে চলে এলো।
আজ পেসার খালেদের আহমদের বয়স টিভিতে ১১৯ বছর দেখানো হয়েছে। এই যুগে যেখানে দেশের মানুষের গড় আয়ু ৬০-৭০ বছর, সেখানে সিলেটের এই তরুণ কিনা ১১৯ বছর বয়সে বোলিং করতে আসছেন মিরপুরের হোম অব ক্রিকেটে!
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই লিগের উদ্বোধনী দিনে মাঠে নেমেছে রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস। ২৬ বছর বয়সী খালেদ ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন। এসময় টিভিতে খালেদকে পরিচিত করিয়ে দেওয়ার সময় বয়স দেখানো হয় ১১৯ বছর। যদিও এটা ইচ্ছাকৃত নয়, তারপরও ক্রিকেটপ্রেমীরা বলছেন, সম্প্রচারের মানের প্রতি সংশ্লিষ্টদের আরও যত্নবান হওয়া উচিত।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.