বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ওমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজনে পশ্চিম এশিয়ার দেশগুলো আয়োজিত টি-টোয়েন্টি বাছাইপর্বে ১৫ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়ে শোরগোল ফেলে দিয়েছেন সৌদি আরবের ব্যাটসম্যান ফয়সাল খান।
কুয়েতের ১৩৬ রানের টার্গেটের জবাবে ২০ রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাট করতে নামেন ফয়সাল খান। এরপর ঝড়ো ব্যাটিং করে মাত্র ১৫ বলে ফিফটি তুলেন নেন এই অলরাউন্ডার। ৭ চার ও ৭ ছক্কায় শেষ পর্যন্ত ২৮ বলে ৮৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি। সৌদি আরবও মাত্র ৯.১ ওভারে জয় তুলে নেয়।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্রুততম ফিফটির রেকর্ড ভারতের অলরাউন্ডার যুবরাজ সিংয়ের দখলে। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ফিফটি করেন তিনি। এরপর ১৪ বলে নিউজিল্যান্ডের কলিন মুনরোর ফিফটির পরেই এখন ফয়সাল খানের ১৫ বলে ফিফটির অবস্থান। সূত্র: ক্রিকেট কান্ট্রি.কম
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.