গাইবান্ধা প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণ হত্যা দিবস উপলক্ষে সোমবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা। শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। অন্যান্যদের মধ্যে পৃথক পৃথক পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা সংসদ, গাইবান্ধা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, আদর্শ ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে সন্ধ্যায় গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির উদ্যোগে স্থানীয় শহীদ মিনার থেকে একটি আলোর মিছিল বের হয়ে স্টেডিয়াম সংলগ্ন বধ্যভূমিতে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.