বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর জেলা কার্যালয় গাজীপুরের উদ্যোগে তিন দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
প্রশিক্ষণ কোর্সে গাজীপুর জেলার বিভিন্ন ক্যাটাগরির আগ্রহী ও সম্ভাবনাময় ৩০ জন বেকার যুবক অংশ নিয়েছেন। শিল্প ইউনিট প্রতিষ্ঠার বিভিন্ন কলাকৌশল ও নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া ও নতুন উদ্যোগ গ্রহণের জন্য উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে নেয়া এ কর্মসূচি চলবে ০৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা আইরিন খানম এবং গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক শামীম হোসেন। বিসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাজীপুর বিসিক শিল্প সহায়ক কেন্দ্রের উপ ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.