প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১০:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২২, ১১:৩০ পূর্বাহ্ণ
গাজীপুরে মোস্তাফা জব্বার ডাকঘরকেও ডিজিটাল করতে হবে

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে। এখন ডাকঘরকেও ডিজিটাল করতে হবে। ডাকের দিন শেষ হয়নি, বরং আরও বাড়ছে। ডিজিটাল কমার্সের জন্য ডাকঘর এখন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ডিজিটাল যুগের উপযোগী ডাকব্যবস্থা প্রতিষ্ঠায় ডাকঘর ডিজিটালাইজেশনের পথনকশা তৈরি সম্পন্ন হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর শহরে নির্মাণাধীন জেলার প্রধান ডাকঘরের নির্মাণ কাজ পরিদর্শন শেষে মোস্তাফা জব্বার সাংবাদিকদের এসব কথা বলেন। ডাকঘরকে ডিজিটাল করার বিষয়ে মন্ত্রী আরও বলেন, ডাকঘর ডিজিটাল করার কাজ শুরু হয়েছে। ডাক বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে তৈরি করা এ মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সহসাই ডাকসেবা কাঙ্ক্ষিত মানে উন্নীত হবে। মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের মানুষ এসএমএস, মেইল, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোতে দেশে–বিদেশে থাকা প্রিয়জনের সঙ্গে কথা বলেন। এগুলো আমাদের জন্য প্রযুক্তিগত চ্যালেঞ্জ ছিল। তবে এখন আমরা প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা অর্জন করেছি।’ গাজীপুর জেলার প্রধান ডাকঘর পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে পোস্টমাস্টার জেনারেল ফরিদ আহমেদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সেবাষ্টিন রেমা, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাসরীন পারভীন এবং ডাক অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আধুনিক সুবিধাসংবলিত গাজীপুরের ডাক ভবনটি আগামী বছরের জুন মাসে উদ্বোধন করা হবে বলে আশা করছে ডাক বিভাগ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.