গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টায় শহরের বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। এ সময় মেয়র, কাউন্সিলর প্রার্থী ছাড়াও তাদের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দের আগে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনের প্রচার-প্রচারণা চালানোর অনুরোধ করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৮ জন মেয়র প্রার্থী, ২৩৯ জন কাউন্সিলর ও ৭৭ নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.