বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র খুন হয়েছেন। নিহতের নাম সৌরভ গাঙ্গুলী (১৫)।
রোববার রাত ১০টার দিকে উপজেলার দেবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সৌরভ দেবগ্রামের বিমল গাঙ্গুলীর ছেলে। সে উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। সে উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে হোস্টেলে থাকত বলে জানান কোটালীপাড়া থানার ওসি মো. লুৎফর রহমান।
তিনি জানান, রাত ১০টার দিকে বিদ্যালয়ের পাশের একটি মাঠের কাছে সৌরভের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় দৌড়ে হোস্টেলের কাছে এসে অজ্ঞান হয়ে পড়ে সৌরভ।
তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.