গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব বদিউজ্জামান শিকদারের সভাপতিত্বে। গণসংবর্ধনা সভায় ক্রেস্ট ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন এলাকাবাসী।
টাংগাইল -২ আসনের গোপালপুর ও ভুয়াপুরের নবনির্বাচিত এমপি মহোদয়ের গণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময়, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয় মাঠে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর ও ভুয়াপুরের এমপি তানভীর হাসান ছোট মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, সাবেক গোপালপুর আওয়ামী লীগের সভাপতি কে এম ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, ধোপাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই, সাবেক বিআরডিবির চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, শহর আওয়ামী লীগের সভাপতি এম এম রফিকুল ইসলাম রফিক, অনুষ্ঠানে যুবলীগ ছাত্রলীগ সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.