বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : গোলাপি বলে প্রথমবারের মতো ফ্লাডলাইটের নিচে কৃত্রিম আলোয় দিবারাত্রির টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে ভারতের বিপক্ষে নামবে সফরকারীরা।
সোমবার গোলাপি বলে অনুশীলন করে টাইগার স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ জানালেন, ‘আমার কাছে যেটা মনে হয় গোলাপি বলে স্পিনাররা স্কিড করতে পারবে বেশি। তাছাড়া, বাউন্সের পাশাপাশি বলে টার্নও করবে। অনুশীলনের সময় বুঝলাম, পেসাররা এই বলে বাড়তি সুবিধা পাবে। শুরুর দিকে এই বলে বেশ সুইং থাকতে পারে। ব্যাটিং করার সময় দেখলাম লাল বলের তুলনায় গোলাপি বল বেশ আলাদা। ম্যাচে অন্যরকম আচরণও করতে পারে। এটা হয়তো বাড়তি সুবিধা হবে স্পিনারদের জন্য।’
তিনি যোগ করেন, ‘বল যখন সিমিংয়ে যায় অনেকসময় সেটার ডেলিভারি বোঝা কঠিন হয়ে যায়। সিমের পজিশন ঠিক থাকলে বেশ ভালো কাজে দেবে। এরকম গোলাপি বল ও ফ্লাডলাইটে প্রথমবার খেলবে সবাই। আমরা সবাই পজিটিভ, সঙ্গে রোমাঞ্চিত।’
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.