বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : আসন্ন উপজেলা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জামায়াতে ইসলামী বাংলাদেশ’র সাবেক আমীর গোলাম আযমের আত্মীয়কে আওয়ামী লীগের প্রার্থী করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের বঞ্চিত প্রার্থীরা গতকাল ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্য পাঠ করেন মনোনয়নপ্রত্যাশী ব্রাহ্মণবাড়িয়া যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম ফেরদৌস।
তিনি বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে রাজাকার গোলাম আযমের নিকট আত্মীয় হাবিবুর রহমান স্টিফেনকে দলীয় প্রার্থী করতে মনোনয়ন দিয়েছে নবীনগর উপজেলা আওয়ামী লীগ। দলীয় নির্দেশনা উপেক্ষা করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হালিমের প্ররোচনায় এ কাজটি হয়েছে। সংবাদ সম্মেলনে নবীনগর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কাজী জহির উদ্দিন টিটো, হাবিবুর রহমান হাবিব, এইচএম আল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হালিম বলেন, ‘ওনাকে (হাবিবুর রহমান স্টিফেন) নিয়ে বিতর্কের তো কোনো কারণ দেখছি না। যেহেতু হাবিবুর রহমান নিজে রাজাকার বা জামায়াতের লোক নন, তাই নৌকা প্রতীক পেলে অমুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা কোনো ব্যাপার না’।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.