২০০৪ সালে সংঘটিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সারা দেশে চলছে আওয়ামী লীগের কর্মসূচি। এরই অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।
এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ অন্যান্য অঙ্গ ও সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.