নারায়ণঞ্জের সোনারগাঁওয়ে গ্যাসলাইনে বিস্ফোরণের পর লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন।
রোববার মধ্যরাতে কাঁচপুরে আল নূর পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড গ্রুপের প্রধান গেটে বিস্ফোরণ হয়। এতে চারজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ চারজন হলেন—তৌফিজুল ইসলাম (৫৫), আসাদুজ্জামান (৩১), মোস্তাক (৪৮) ও ফারুখ (৫৫)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, বিস্ফোরণের ঘটনায় তৌফিজুল ইসলামের ৭৬ শতাংশ, আসাদুজ্জামানের ৭৫ শতাংশ, মোস্তাকের ৭৮ শতাংশ ও ফারুখের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.