আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার সাক্ষাৎ কমই পায় বাংলাদেশ। নিজেদের আঙিনায় অস্ট্রেলিয়াকে পাওয়ার ঘটনা কালেভদ্রে দেখা যায়। অনেক কাঠখড় পুড়িয়ে, মোটা অঙ্ক ব্যয় করে, শর্ত-বিধিনিষেধ হজম করে এবার দুয়ারে পাওয়া গেছে ক্রিকেটের কুলীন দেশটিকে। চার বছর আগে সাদা পোশাকে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠের দাপট দেখিয়েছে বাংলাদেশ। এখন সময়টা ক্রিকেটের খুদে সংস্করণের।
পরিস্থিতি যা-ই হোক দুই দলের, বাংলাদেশ দলের লক্ষ্য দেশের মাটিতে নিজেদের সামর্থ্য তুলে ধরা, জয়ের সুযোগ তৈরি করা। ফরম্যাটটা টি-২০ বলেই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও মনে করেন, শক্তিমত্তার ব্যবধান ঘুচে যেতে পারে ভালো ক্রিকেট খেললে এবং অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব।
পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি তে আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
টি-টোয়েন্টিতে দুই দলের অতীত চারটি লড়াইয়ে হেরেছিল বাংলাদেশ। গতকাল ম্যাচপূর্ব ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ। তিনি বলেছেন, অস্ট্রেলিয়া টি-টোয়েন্টিতে ভালো দল, ভালো ক্রিকেট খেলেই তাদের হারাতে হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন, আপনি যত ওপরের র্যাংকিংয়ের দলই হোক না কেন, নির্দিষ্ট দিনে যদি ভালো খেলতে পারেন তাহলে যে কোনো দলকেই হারাতে পারবেন।’
দুই দলেই ব্যাটিংয়ে বড় কিছু নাম নেই। তারপরও ভালো একটা সিরিজ আশা করছেন মাহমুদউল্লাহ। ঘরের মাঠে নিজেদের দাপট দেখাতে চায় বাংলাদেশ। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি, আমরা ঘরের মাটিতে শক্তিশালী একটি দল। চেষ্টা করব যেন নিজেদের প্রমাণ করতে পারি।’
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.