বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বিগত সরকারের শিল্পমন্ত্রী পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন ও কারখানা সরানোর বিষয়ে আগে পদক্ষেপ নিলে আজকের এই ঘটনা হতো না বলে মনে করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার এমন মন্তব্যের প্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলন করবেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে জানা গেছে।
এর আগে শনিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনায় আমুকে দোষারোপ করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক- সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া।
দিলীপ বড়ুয়া বলেন, আমাদের যে শিল্পমন্ত্রী ছিলেন, উনি যদি সিরিয়াসলি বিষয়টি টেকআপ করতেন তাহলে হয়তো এতদিনে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন রিলোকেট করা সহজ হত।
১৪ দলের প্রতিনিধি দলের সঙ্গে চকবাজারে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ তুলে ধরেন তিনি।
প্রতিনিধি দলে আরও ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাসদ নেতা নাদের চৌধুরী, জেপি নেতা এজাজ আহমেদ মুক্তার, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, সদস্য হামিদুল কিবরিয়া চৌধুরী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.