বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. ললিত কুমার দত্ত নামে ৭৭ বছর বয়সী এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি নাক, কান ও গলারোগ বিশেষজ্ঞ ছিলেন।
রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালটির মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট আবদুর রব জানান, ২০ জুন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ডা. ললিত। অবস্থার অবনতি হলে আইসিউতে রাখা হয়। রবিবার রাত পৌনে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
নগরের দক্ষিণ নালাপাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা ডা. ললিত কুমার দত্ত জেনারেল হাসপাতালের ইএনটি স্পেশালিস্ট ডা. রতন বিকাশের শ্বশুর।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.