বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় তাদের কাছে থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ইয়াবা পরিবহনে ব্যবহার করা একটি কাভার্ডভ্যান।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার চকমারকুল এলাকার অছিয়র রহমানেরে ছেলে মোহাম্মদ শাহজালাল (২৬) ও একই এলাকার মো. ইসহাকের ছেলে সাইফুল (২০)।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, ‘কক্সবাজার থেকে কাভার্ডভ্যানে করে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।’
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.