চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩ নম্বর খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া মার্কা মো. ইকবাল হোসেন ৬ হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সন্ধ্যায় নির্বাচনী ফলাফল জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবু জাহের ভুঁইয়া।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মনজুর হোসেন রিপন মীর নৌকা মার্কা পেয়েছেন ৪ হাজার ৮৪১ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদশের প্রার্থী শরিফুল ইসলাম সুজন হাত পাখা মার্কা পেয়েছে ১ হাজার ৩৬৪ ভোট।
নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ ২৮ জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। পরিবেশ খুবই সন্তোষজনক ছিল। সকলের সহযোগিতায় এই ইউনিয়নে একটি সুষ্ঠু ভোট সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.