প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২০, ৫:৪২ পূর্বাহ্ণ
চাঁদপুরে অটোরিক্সার ধাক্কায় মারাত্মক আহত এডভোকেট সেলিম মিয়া

শামসুজ্জামান ডলারঃ চাঁদপুর জজকোর্ট এর আইনজীবী ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এডভোকেট সেলিম মিয়া অটোরিক্সসার ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টায় পেশাগত কাজে নিজ চেম্বার (ল’ভিলেজ) থেকে কোর্টে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় পিছন থেকে আচমকা এসে অটোরিকশা ধাক্কা দিলে মারাত্মক ভাবে আহত হন। তিনি মারাত্মক আহত আবস্থায় চাঁদপুর মেডিকেলে ভর্তি হয়ে বিশেষজ্ঞ ডাক্তারে তত্বাবধানে আছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে, শহরে নিয়ম বহির্ভূতভাবে অটোরিকশা কতৃপক্ষ অনুমোদন দেওয়ায় শহরে অটোরিকশার কারনে ফুটপাত দিয়েও মরনফাঁদ তৈরি করে রেখেছে।
এবিষয়ে এডভোকেট মোঃজসিম উদ্দিন বলেন, রাস্তা পারাপরের জন্য কতৃপক্ষ একটি ফ্লাইওভার না দিলে আরো মারাত্মক দূর্ঘটনার কবলে পড়তে পারে আইনজীবী, আইনি সহায়তা নিতে আসা সাধারন জনগন ও এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ও নিরাপদ রাস্তা পারাপরের জন্য ফ্লাইওভার নির্মানের দাবী জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.