এবার বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে
মিলগেট থেকে চাল প্রস্তুত করে বাজারে ছাড়ায় মোকামে প্রতি বস্তা (৫০ কেজি) চালে কমেছে সর্বোচ্চ ৬০০ টাকা।
কুষ্টিয়া, নওগাঁ ও দিনাজপুরের চালের মোকামে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি বস্তা (৫০ কেজি) মিনিকেট চাল বিক্রি হয়েছে ২১০০ টাকায়।
যা ১৩ দিন আগে বিক্রি হয়েছে ২৭০০ টাকায়। সেক্ষেত্রে দেখা যায়, বস্তায় দাম কমেছে ৬০০ টাকা। এছাড়া প্রতিবস্তা নাজিরশাল বিক্রি হয়েছে ২৪৫০ টাকা।যা ১৩ দিন আগে বিক্রি হয়েছে ২৬৫০ টাকায়।
সেক্ষেত্রে নাজিরশাল চালে বস্তায় কমেছে ২০০ টাকা।
বিআর-২৮ জাতের চাল প্রতি বস্তা বিক্রি হয়েছে ১৮০০ টাকা।
যা ১০ দিন আগে বিক্রি হয়েছে ২১০০ টাকা।
এছাড়া মোটা চালের মধ্যে স্বর্ণা জাতের চাল প্রতি বস্তা বিক্রি হয়েছে ১৭৫০ টাকা। যা ১০ দিন আগে বিক্রি হয়েছে ২ হাজার টাকা। রাজধানী সর্ব বৃহৎ চালের পাইকারি আড়ত বাদামতলী ও কারওয়ান বাজারের পাইকারি চাল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে,
এ দিন প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছে ৪৫ টাকা।
যা ১০ দিন আগে বিক্রি হয়েছে ৫২ টাকায়। প্রতিকেজি নাজিরশাল বিক্রি হয়েছে ৫০ টাকা।
যা ১০ দিন আগে বিক্রি হয়েছে ৫৪ টাকায়।
পাইকারি চাল ব্যবসায়ীরা বলছেন, নতুন ধান আসায় মোকামে সব ধরনের চালের দাম কমেছে।
এ কারণে পাইকারিতেও চালের দাম কমছে।
তবে আর কয়েকদিন পর পুরোপুরি ধান কাটা হলে চালের দাম আরও কমে আসবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.