বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : হৃদরোগে আক্রান্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট তাঁকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। মওদুদের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী হাসনা জসীম উদ্দীন মওদুদ।
চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অধ্যাপক ডা. চার্লস ত’র অধীনে চিকিৎসা নেবেন মওদুদ।
ব্যারিস্টার মওদুদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ব্যারিস্টার মওদুদের দ্রুত আরোগ্য কামনায় তাঁর স্ত্রী হাসনা মওদুদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
গত ৫ মে বুকে ব্যথা, শ্বাস-প্রশ্বাসে সমস্যাসহ হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যারিস্টার মওদুদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হ
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.