বি.পরিক্রমা রিপোর্ট : গতকাল ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আশুলিয়াস্থ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির কথিত প্রতিষ্ঠাতা বহু কেলেঙ্কারির জনক যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত মাওলানা আবুল হাসান মোহাম্মদ সাদেক বাংলাদেশ একাডেমির সভাপতি বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন-কে একটি সংবর্ধনা প্রদান করে। মাওলানা সাদেক ইতিপূর্বে তার নামের সঙ্গে প্রফেসর ইমেরিটাস লিখতে শুরু করলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এক অফিস আদেশের মাধ্যমে তাকে উপাধিটি অবৈধ ভাবে ব্যবহার করতে নিষেধ করে। অনার্সে তৃতীয় শ্রেণিতে উত্তীর্ণ মাওলানা সাদেককে কোন পিএইচডি ডিগ্রি নাই। জীবনে প্রফেসর হতে পারে নাই, কিন্তু প্রতিনিয়ত নামের সঙ্গে প্রফেসর ড. লিখে আসছে দীর্ঘদিন যাবত। অপরাধে সব শাখায় তার অবাধ বিচরণ। অর্থ পাচার, জাল সনদ বিক্রি, বিশ্ববিদ্যালয়ের আয় থেকে নিজ এবং পরিবারের সদস্যদের নামে বিপুল অর্থ বৈভব অর্জন, বিদেশি অনুদানের টাকায় বিশ্ববিদ্যালয় ভবন নির্মাণ করে তার খরচ বিশ্ববিদ্যালয়ের আয় থেকে দেখানো, নারী কেলেংকারী (তার ২ জন অবৈধ সন্তান রয়েছে, হাসান সাদেক আনাস ও সুমাইয়া সাদেক), নিজ প্রতিষ্ঠানে কর্মরতদের বেতন-ভাতা না দেওয়া, যখন যাকে চায় মন চায় চাকুরি চ্যুত করা, বিভিন্ন এঙ্গেলে ছবি তুলে হঠাৎ কবি হয়ে যাওয়া ইত্যাদি বহু অপরাধে অভিযুক্ত এই মাওলানা সাদেক।
এ হেন একজন ব্যক্তি কর্তৃক প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে কিভাবে স্বাধীনতা ও মুক্ত চিন্তার প্রতিক বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন স্ব শরীরে উপস্থিত হয়ে সংবর্ধনা গ্রহন করলেন তা এক বিস্ময়ের সৃষ্টি করেছে। সাংবাদিকরা তাঁকে অনুষ্ঠানে হাজির হতে নিষেধ করলে তিনি বলেন, আমিতো এখন অনুষ্ঠানস্থলে হাজির হয়ে গিয়েছি। আগে জানলে হয়তো আসতাম না। সাংবাদিকবৃন্দ ইতিপূর্বে মাওলানা সাদেক সম্পর্কে বাংলা একাডেমির মহাপরিচালক এবং পি এস টু সভাপতি জনাব জাহিদকে বিস্তারিত অবহিত করেছে। স্বাধীনতার স্বপক্ষের চিন্তাবিদগন আশা করছেন দেশের বরেণ্য ব্যক্তিবর্গ কোন অনুষ্ঠানে হাজির হওয়ার আগে আয়োজক সম্পর্কে বিস্তারিত জেনেশুনে তবে সীদ্ধান্ত নিবেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.