বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর গ্রামে একটি ইটভাটায় কাজ করার সময় মাটিচাপায় দু'শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক শ্রমিক।
মঙ্গলবার সকাল ৯টার দিকে দামুড়হুদার জয়রামপুরে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের ইউনুস আলীর ছেলে বাবু হোসেন (৩৫) ও কেশবপুর গ্রামের কালাচাঁদ মণ্ডলের ছেলে আব্দুল হান্নান (৪৫)।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন কেশবপুর গ্রামের মোনাজাত উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম।
দামুড়হুদা থানার এসআই মেজবাহুর রহমান জানান, সকাল ৯টার দিকে ইটভাটায় মাটি কাটার কাজে লিপ্ত থাকা অবস্থায় মাটি ধসে তিন শ্রমিক আহত হন। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.