পরিক্রমা ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের নিয়ে অস্ট্রেলিয়ার অ্যালামনাই অ্যাসোসি- য়েশনের উদ্যোগে “অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও নলেজ শেয়ারিং সেশন” (Higher Studies & Knowledge Session with CUET) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
আজ ৫ই নভেম্বর (রবিবার) ২০২৩ খ্রি. বেলা ২:৩০ ঘটিকায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েটিয়ান ইন অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট ড. আবদুল্লাহ আল মামুন। সেমিনারে পৃথক সেশনে “হায়ার স্টাডি স্কলারশিপ ইন অস্ট্রেলিয়া” শিরোনামে প্রফেসর ড. আজহারুল করিম, “এডমিশন টু হায়ার ডিগ্রি রিসার্চ স্টাডিজ ইন অস্ট্রেলিয়া” শিরোনামে ড. নিয়াজ শেখ, “এডমিশন টু কোর্স মাস্টার্স ডিগ্রি স্টাডিজ ইন অস্ট্রেলিয়া” শিরোনামে ড. নরোত্তম দাশ এবং “স্কিলসেট রিক্যুয়ারড ফর হায়ার স্টাডিজ ইন অস্টেলিয়া” শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে চুয়েটের উচ্চশিক্ষায় আগ্রহী বিভিন্ন বিভাগের শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.