চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে চুয়েট শিক্ষক সমিতির ২০২২-২০২৩ কার্যকরী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। আজ ২৭শে জানুয়ারি (রবিবার) ২০২২ খ্রি. বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, শিক্ষক সমিতির সহ-সভাপতি রসায়ন বিভাগের অধ্যাপক ড. ম.ক. মোহাম্মদ জিয়াউল হায়দার, সাধারণ সম্পাদক পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. বশির জিসান, যুগ্ম সাধারণ সম্পাদক ডিজেস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবুল হাছান, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক জনাব জিতু প্রকাশ ধর এবং নির্বাহী সদস্য-১ গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব এবং নির্বাহী সদস্য-২ যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.