বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে জাতির পিতার আদর্শ হৃদয়ে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। এ সময় তিনি সকল ‘চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে, ত্যাগের মনোভাব নিয়ে আদর্শের সঙ্গে নিজেদের গড়ে তুলতে’ ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুরে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাসভবন ‘আলী ভিলা’য় বাংলাদেশ ছাত্রলীগ মতলব উত্তর-দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক আশফাক চৌধুরী মাহি।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রত্যাশা ব্যক্ত করেন, ছাত্রলীগ দেশের মানুষকে কিছু দিয়ে যাবে, যেন জাতির পিতার আত্মা শান্তি পায়। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ ও আদর্শের নীতি হৃদয়ে ধারণ করে সততা, নিষ্ঠা ও নীতি নিয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। ছাত্রলীগের দীর্ঘ ঐতিহ্য ও গৌরব ধারণ করে সততা এবং আদর্শ নিয়ে প্রজন্মের পর প্রজন্ম গড়ে তুলতে হবে।
তিনি বলেন, দেশের যে কোনো ক্রান্তিলগ্নে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগের যে ঐতিহ্য ও অবদান রয়েছে, তা প্রত্যেক ছাত্রলীগের নেতাকর্মীর মনে রাখা উচিত। এটি মনে রেখেই ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আচরণ করা, কথাবার্তা বলা ও রাজনীতি করা উচিত। তাদের এমনভাবে আচরণ করা উচিত যেন এ সংগঠন একটা মর্যাদাপূর্ণ অবস্থানে থেকে দেশ ও জাতির আস্থা অর্জন করে চলতে পারে। এসময় নীতি-আদর্শ নিয়ে নিজেদের গড়ে তুলে ছাত্রলীগ নেতাকর্মীদের জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম প্রধানের সভাপতিত্বে ও মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সাব্বিরের সঞ্চালনায় কর্মীসমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিপন মিয়া, আদম আলী, ফখরুল ইসলাম রনি, ইয়াস, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মতলব উত্তর উপজেলার সভাপতি শিবলী এমরান জুয়েল, জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন হাবীব প্রমুখ।
কর্মীসমাবেশ উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার সভাপতি-সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.