পটুয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আবদুল মালেক এখন কারাগারে। আবদুল মালেক দুমকীর লতিফ মোহসেনা পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বাড়ি সদর উপজেলার বদরপুর ইউনিয়নের কিসমত মৌকরণ এলাকায়।
শিক্ষক আবদুল মালেক তার স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রাইভেট পড়িয়ে আসছেন। এ সুবাদে বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীকে মোবাইল ফোনে বাড়িতে ডেকে এনে ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় ছাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে থানায় খবর দেয়। পুলিশ এসে শিক্ষক আবদুল মালেককে আটক করে। পরে ছাত্রীর মা বাদী হয়ে মামলা করলে তাকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।
সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, শিক্ষক আবদুল মালেককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.