ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ও চাঁদপুরের কৃতী সন্তান সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেছেন, ছেংগারচর পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তুলতে নৌকায় ভোট দিতে হবে। এ সময় তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে পৌরবাসীকে আওয়ামী লীগের প্রার্থী মো. আরিফ উল্লাহ সরকারকে মেয়র পদে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
শুক্রবার (১৪ জুলাই) বিকেলে মতলব উত্তর উপজেলার নবাব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ মো. আরিফ উল্লাহ সরকারের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
তিনি বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে মানুষ কিছু পায়। দেশের উন্নয়ন হয়। আমার বাবা আধুনিক মতলবের রূপকার জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এই পৌরসভার প্রতিষ্ঠাতা। আমার বাবার হাত ধরেই এ পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়েছে। আপনারা আজ প্রথম শ্রেণির নাগরিক।
সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেন, আরিফ উল্লাহ সরকার একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আওয়ামী লীগ পরিবারের লোক। একজন ভালো ও পরিচ্ছন্ন রাজনীতির উদাহরণ। কাজেই ছেংগারচর পৌরসভাকে একটি আধুনিক ও নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে আপনারা আগামী ১৭ জুলাই ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মো. আরিফ উল্লাহ সরকারকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নৌকার কোনো বিকল্প নেই।
ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মনির হোসেন বেপারীর সভাপতিত্বে এবং ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক মনির হোসেনের পরিচালনায় উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, গাজী ইলিয়াসুর রহমান, সদস্য রাধেশ্যাম সাহা, এক্সিম ব্যাংকের পরিচালক মাজাকাত হারুন মানিক, শিল্পপতি মজিবুর রহমান, পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুস সাত্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, সদস্য আতিকুর রহমান, মতলব উত্তর উপজেলা যুবলীগের সহ-সভাপতি বাবুল হোসেন সরদার, নিজাম উদ্দিন রাঢ়ী, সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবাহান সরকার শুভা, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, সাবেক মেম্বার আবুল হোসেন, পৌরসভার সহায়ক সদস্য শাহ আলম সিদ্দিকী, কাউন্সিলর প্রার্থী বোরহান উদ্দিন প্রধান, জামান সরকার, শিউলি আক্তার, বিল্লাল হোসেন, শাহজাহান মোল্লা, শারফুদ্দিন শাওন, আওয়ামী লীগ নেতা শাহ আলম মিয়াজী প্রমুখ।
পরে সাজেদুল হোসেন চৌধুরী দিপু নৌকা প্রতীকের প্রার্থী মো. আরিফ উল্লাহ সরকারের পক্ষে ছেংগারচর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.