চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন এই পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ আরিফ উল্লাহ সরকার।
রোববার (৯ জুলাই) পৌরসভার ৪নং ওয়ার্ডের আদুরভিটি ও ঠাকুরচর গ্রামে ভোটারদের ঘরে ঘরে গিয়ে আগামী ১৭ জুলাই নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার অনুরোধ জানান আরিফ উল্লাহ সরকার।
তার সঙ্গে এ সময় ছিলেন ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির খানসহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
আরিফ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে নৌকা প্রতীকে ভোট দিয়ে ছেংগারচর পৌরসভার জনতার মেয়র হিসেবে আমাকে জয়যুক্ত করার আহ্বান রইলো।
তিনি বলেন, নির্বাচিত হলে একটি আধুনিক ও আদর্শ পৌরসভা গড়ে তুলব। সেই সঙ্গে নিজেকে পৌরবাসীর সেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ড্রেন, স্যানিটেশন, সড়কবাতিসহ নানা উন্নয়নমূলক কাজ করবো।
আরিফ বলেন, ছেংগারচর পৌরসভার ভোটাররা উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিতে ঐক্যবদ্ধ। নৌকার পালে বিজয়ের হাওয়া লেগেছে দেখে হয়তো কেউ অজুহাত তুলতে পারে। এদের থেকে সাবধান থাকতে হবে। এদের মধ্যে মিথ্যাচার ছাড়া আর কিছু নেই। এই এলাকার উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দিন। আমি আপনাদের সহযোগিতা চাই, নৌকা প্রতীকে আপনাদের রায় চাই।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.