ভারতের দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) হামলার দায় স্বীকার করেছে ‘হিন্দু রক্ষা দল’ নামে একটি সংগঠন। সোমবার (৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক ভিডিওতে জেএনইউ হামলার দায় স্বীকার করেন পিঙ্কি চৌধুরী নামে এক ব্যক্তি। খবর হিন্দুস্তান টাইমস'র।
তিনি নিজেকে হিন্দু রক্ষা দলের নেতা হিসেবে দাবি করেন। টুইটারে ভিডিওটি শেয়ার করেন শিবাঙ্গী ঠাকুর নামে এক ব্যক্তি।
ওই ভিডিওতে পিঙ্কি চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে দেশবিরোধী কার্যকলাপের আস্তানা হয়ে উঠেছে জেএনইউ। এটা আমরা মানতে পারি না। আমরা ওই হামলার সম্পূর্ণ দায় নিচ্ছি। হামলাকারীরা আমাদের সংগঠনের (হিন্দু রক্ষা দল) সদস্য ছিল।
এদিকে টুইটারে এ ভিডিও ছড়িয়ে দেওয়া হলেও হিন্দু রক্ষা দলের নিজস্ব টুইটার অ্যাকাউন্টে এটি শেয়ার করা হয়নি। ফলে এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। দিল্লি পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
গত রবিবার (৫ জানুয়ারি) রাতে মুখে কাপড় বাঁধা এক দল যুবক নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের সবরমতি ছাত্রাবাসে ঢুকে লোহার রড, বাঁশ, লাঠি দিয়ে শিক্ষার্থীদের মারধর করে। ওই হামলায় অন্তত ৩৪ জন আহত হন। হামলার ঘটনায় অভিযোগ উঠেছিল আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপির বিরুদ্ধে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.