সরকারের নির্দেশনা উপেক্ষা করে অপ্রয়োজনে মানুষজন বাড়ির বাইরে ঘোরাফেরা করছে ও আড্ডা দিচ্ছে।সামাজিক দূরত্ব মানছে না।
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় সাধারণ ছুটির মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এসময়ে পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাইরে বের হওয়াও নিষিদ্ধ করেছে সরকার।
তবে
সরকার নির্দেশ দিলেও অনেকেই তা মানছেন না। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনেকে অহেতুক ঘোরাফেরা করছে ও আড্ডা দিচ্ছে।
জটলা পাকিয়ে চায়ের দোকানে আড্ডা দেয়াসহ কাঁচাবাজার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে মানুষের অবাধ বিচরণ লক্ষ্য করা যাচ্ছে।
গার্মেন্ট শ্রমিকরা রাস্তায় নামছেন। এরপরও পুলিশকে কঠোর হতে দেখা যাচ্ছে না। তারা জনসাধারণকে বুঝিয়ে ঘরে রাখার চেষ্টা করছেন।
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের এই সঙ্কটের সময়ে সরকার কঠোর হতে চাচ্ছে না। যে কারণে এ ধরনের কোনো নির্দেশনা আসছে না।
বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে কঠোর হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, দেখি কি করা যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সঙ্কটের সময়ে অনেক কিছুই ভাবতে হচ্ছে সরকারকে। ত্রাণ বিতরণ দরিদ্র মানুষের জীবনযাপন। তাদের রুটি-রুজি বিভিন্ন বিষয়ে ভাবতে হচ্ছে সরকারকে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে কঠোর হওয়ার মতো কোনো নির্দেশনা দেয়া হয়নি আইনশৃঙ্খলা বাহিনীকে।
এ উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজন মারা যান। এরপর থেকেই মৃত্যুর সংখ্যা বাড়ছেই। শুক্রবার পর্যন্ত ৭৫ জন মৃত্যু ও ১৮৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.