বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : জনগণের রায় বিএনপির মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি আরো বলেন, রায় মেনে নেওয়ার মধ্যে দিয়ে জনগণের প্রতি তাদের যে দায় রয়েছে তা অনেকাংশে মুক্ত হবে।
আজ বুধবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
গণপূর্তমন্ত্রী বলেন, 'জাতীয় পার্টি, বিএনপিসহ তাদের ঐক্যজোট এবং স্বতন্ত্র প্রার্থী যারা পাস করেছে তারা মিলে যদি সংসদে তাদের ভূমিকা পালন করে তবে তা সরকার পরিচালনার ক্ষেত্রে সহায়ক হবে। তাদের এই ভূমিকায় সরকার তথা জনগণ উপকৃত হবে। কাজেই যে রায় জনগণ দিয়েছে সেই রায় মেনে নেওয়া উচিত।'
তিনি আরো বলেন, 'আওয়ামী লীগ তথা মহাজোট সরকারের ব্যাপক উন্নয়ন কর্মসূচি জনগণকে আকৃষ্ট করেছে। সে কারণে আওয়ামী লীগসহ মহাজোটের প্রার্থীদের জনগণ ভোট দিয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে সরকার আগামীতে দেশ পরিচালনা করবে এবং অনেক দূর এগিয়ে নেবে।'
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.