জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নবম বর্ষপুর্তি উপলক্ষে আয়োজিত কালচারাল ফেস্ট ২০২২।
আজ ৯ মার্চ বুধবার বিকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের খেলার মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে রং—বেরংয়ের ফেস্টুন, ব্যানার, পতাকা ও নজরকাড়া কারুকাজে সাজানো হয় পুরো ক্যাম্পাস এলাকা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলনমেলায় পরিণত হয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস।
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ ও দেশের বাইরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এমন কয়েকজন তরুণ শিল্পী মনভোলানো দেশাত্মবোধক গান ও মনোজ্ঞ কৌতুক পরিবেশন করেন। তারা হলেন ওবায়দুল্লাহ তারেক, আব্দুল গণি বিদ্যান, হামিম জাবের মিয়াজি ও মিরাক্কেল শিল্পী খ্যাত জিসান।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য প্রফেসর এ.টি.এম. ফজলুল হক, প্রফেসর ড. এম. উমার আলী, প্রফেসর ড. মো. মোজাম্মেল হক, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন প্রফেসর হারুন—অর—রশীদ, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম—সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিস বিভাগকে ধন্যবাদ জানান, একটি সুন্দর ও উপভোগ্য অনুষ্ঠান উপহার দেয়ার জন্য।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.