কমিটির আহ্বায়ক হিসাবে আছেন ৯৭ ব্যাচের মাকসুদুর রহমান মিঠু এবং ০১ ব্যাচের মাজহারুল ইসলাম ইকবালকে সদস্য সচিব করে ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ১১ জুলাই-২০২২ খ্রিস্টাব্দ, রোজ সোমবার বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঈদ পুনর্মিলনীর এক অনুষ্ঠানে উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে পাঁচ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি নাম ঘোষণা করা হয়। পরে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় প্রত্যেক ব্যাচের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করার। তারই ধারাবাহিকতায় গতকাল ৪ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ
যুগ্ন-আহ্বায়কঃ মোঃ শাহাদাত হোসেন, মোঃ মফিজুল ইসলাম, মোঃ ফয়েজ আহমেদ, তাফাজ্জল হোসেন, মোঃ শাকিল আহাম্মেদ, মমিনুল হক, মোঃ মাঈন উদ্দিন সরকার, জিয়াউর রহমান জয়, মিজানুর রহমান।
সদস্য হিসাবে রয়েছেন, জিসান, সাকিবুল ইসলাম, সুফি আহমেদ, জুয়েল রানা, গোলাম রাব্বানী, শাহাদাত হোসেন, মোঃ রিপন খাঁন, মোঃ মেহেদী সিকদার, মোঃ রুবেল সরকার, মোঃ কাইউম, মোঃ রিয়াদ হোসেন, মোঃ ইসমাম আহম্মেদ সজীব, মোঃ নাজমুল, মোঃ আঃ আজিজ।
পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে আহ্বায়ক মাকসুদুর রহমান মিঠু বাতায়ন24 কে বলেন, ১৯৯১ সালে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও অদ্যবধি এই বিদ্যালয়টিতে কোন রিইউনিয়ন বা পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। তাই এ বছর আমরা সমস্ত প্রাক্তন ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়েছি, স্কুলের বর্তমান সম্মানিত শিক্ষক মন্ডলীদের সাথে আলাপ-আলোচনা করেছি সেই সাথে স্কুলের প্রতিষ্ঠাতা মহাদয়ের সাথেও আলোচনা করেছি। আশা করছি সকলের সহযোগিতায় একটি সফল পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করতে পারব সকলের আন্তরিক সহযোগিতায়।
এই ব্যাপারে সদস্য সচিব জনাব মাজহারুল ইসলাম ইকবাল বাতায়ন24 এর সাথে বলেন, স্কুলের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়ন করা অবশ্যই একটি চ্যালেঞ্জ। তবে আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত আছি। তিনি স্কুলের সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের নিকট যার যার অবস্থান থেকে সহযোগিতা প্রত্যাশা করেছেন।
উল্লেখ্য, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয় আগামী ২৪ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ, রোজ শনিবার এবং রেজিষ্ট্রেশন ফি নির্ধারণ করা হয় ৮০০ টাকা এবং পরিবারের সদস্যদের (অতিথি) রেজিষ্ট্রেশন ফি ৫০০ টাকা।
সন্তানদের ক্ষেত্রে পাঁচ বছরের কম বয়সীদের কোন রেজিষ্ট্রেশন ফি লাগবে না। প্রত্যেক সদস্য পরিবারের সদস্য (অতিথি) হিসাবে স্বামী/স্ত্রী এবং সন্তানের জন্য রেজিষ্ট্রেশন কনফার্ম করতে পারবেন।
১৯৯১ সালে মতলবের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব এবি মইনুদ্দিন হোসেন অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। ১৯৯৬ সালে বিদ্যালয়টি থেকে প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.