চাঁদপুর জেলা প্রতিনিধি : মতলব দক্ষিনে জমি সংক্রান্ত বিরোদের জের ধরে ছ্ত্রলীগের নেতা কর্মিদের নামে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে ৷
ঘটনার বিবরনে জানা যায়- মতলব দক্ষিন উপজেলার ৪ নং নারায়নপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের মৃত মুকবুল বকাউল এর ছেলে মোঃ লোকমান বকাউল এর সাথে তারই প্রতিবেশিদের সাধে দীর্ঘ দিন যাবৎ জমি সংক্রান্ত দখল নিয়ে বিরোধ চলে আসছিল এ নিয়ে গাবুয়া এলাকায় বেশ কয়েকবার গ্রাম্য দেনদর বারও হয় ৷
কিন্ত গ্রাম্য শালিশদের কথা না মেনে মোঃ লোকমান বকাউল মনগড়া ভাবে তার প্রতিবেশিদের সাধে ভিবিন্ন সময় জগরা বিবাদ করে আসছে বলে গাবুয়া গ্রামের লোকজন এ প্রতিনিধিকে জানান,
তারা আরও জানান, গত ৪ মে ২০২০ ইং তারিখে মোঃ লোকমান বকাউলের মেয়ে সাদিয়া আক্তার বাড়ীতে পাতা কোরানকে কেন্দ্র করে তাদের প্রতিবেশিদের সাধে জগড়া হয় এ বিষয়ে গ্রাম্য গন্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষকে ডাকিয়ে সামাজিক ভাবে সমাধানের চেষ্টা করেন কিন্ত দরবাড়ীদের কথা না শুনে মোঃ লোকমান বকাউল বাদী হয়ে গত ১৫ মে মতলব দক্ষিণ থানায় ৪ নং নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিব আল হাসান মৃধা, সহ (মাসুদ মৃধা ) (৩০) পিতা -কাসেম মৃধা,রিয়াদ মোল্লা (৩০) পিতা- বাবুল মোল্লা, সাদ্দাম মোল্লা (২৬) পিতা- জালাল, রুহুল আমিন মোল্লা (২৮) পিতা- ছিদ্দিক আলি মোল্লা, জোসনা বেগম (৪৪) স্বামী মফিজ বকাউল,জুয়েল বকাউল (২৭ ) পিতা- মফিজ বকাউল সর্ব সাং গাবুয়া,নারায়নপুর, মতলব দক্ষিণ,চাঁদপুর কে আসামি করে একটি মামলা দায়ের করেন৷ মামলা নং ০৮ তাঃ ১৫/ ৪/ ২০২০ইং দ্বারা- ১৪৩/ ৪৪৭/ ৩৪১/ ৩২৩/ ৩০৭/ ৩৭৯/ ৫০৬ পেনালকোট ৷
এ ব্যাপারে ৪ নং নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিব আল হাসান সহ ছাত্রলীগের নেতা কর্মিরা গনমাধ্যমকে জানান, মোঃ লোকমান বকাউল ছাত্রলীগের নেতা কর্মিদের জড়িয়ে উদ্দেশ্যপ্রনিতভাবে থানায় মিথ্যা মামলা দায়ের করেছেন আমরা নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই ৷
নারায়নপুর ইউনিয়নের ২নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি ফারুক পাটোয়ারী, সহ সভাপতি হেলাল মৃধা, যুবলীগের নেতা রুবেল পাটোয়ারী , ছাত্রলীগের নেতা মেজবাউদ্দিন পাটোয়ারী সহ এলাকার লোকজন জানান যে মোঃ লোকমান বকাউল এর সাথে তার প্রতিবেশিদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে লোকমান বকাউল থানায় মামলা করে যেসমস্ত ছাত্রলীগের নেতা- কর্মিদের কে আসামি করেছে আমাদের জানামতে তারা উক্ত গঠনার সাথে জড়িত নয় ৷
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.