ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উদযাপন করা হয় ।
কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন ।
মিলাদ মাহফিলের পর সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং দুস্থ মানবতার মাঝে ত্রাণ বিতরণ করেন আকাশ কুমার ভৌমিক ।
কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক বলেন শেখ রাসেল যদি জীবিত থাকতেন তার বয়স হইত ৫৭ বছর জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশের রাজনীতিতে বিশাল ভূমিকা পালন করতে পারতেন ।
শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ পরিবারের জন্য দোয়া করা হয় এবং জননেত্রী শেখ হাসিনার জন্য দীর্ঘায়ু কামনা করা হয় । এসময় সেখানে উপস্থিত ছিলেন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ , তাঁতী লীগ , যুব মহিলা লীগ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন আজ (১৮ অক্টোবর) ।
১৯৬৪ সালের এই দিনে জাতির পিতার স্মৃতিবিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন ।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাঁকেও হত্যা করেছিল ।
মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.