পরিক্রমা ডেস্ক : ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে গত (১৭.০৩.২০২৩খ্রি.) শিশু শিক্ষার্থীদের নিয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। তিনটি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এছাড়া আজ (১৯মার্চ, ২০২৩ইং) বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর এক আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “বঙ্গবন্ধুর বৈষম্যহীন চিন্তা এবং দেশপ্রেমের চেতনা নিয়ে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে। তিঁনি গরীব দুঃখীদের ভালবাসতেন। দুর্নীতির বিরুদ্ধে তিনি প্রচণ্ড সোচ্চার ছিলেন। তিঁনি সৎ সরকারি কর্মচারীদের মূল্যায়্ন করতেন। তাঁর বলিষ্ঠ ও দুর্দমনীয় নেতৃত্বই বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে স্থান প্রদান করে। দেশ স্বাধীন না হলে খুব নিম্ন পদে আমাদের চাকুরী করতে হতো। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে এবং বিজ্ঞানের আলোয় সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এগুতে হবে।” এছাড়া জাদুঘরে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রদর্শনীর আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.