ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ‘প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স ফেডারেশন, বাংলাদেশ’ এর নবনির্বাচিত নেতৃবৃন্দ।
শুক্রবার (২ ডিসেম্বর) সকালে সংগঠনের সভাপতি ইঞ্জি. এমদাদুল হক আকন্দ ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ জামাল হোসেন নাহিদ এর নেতৃত্বে নব গঠিত কমিটির নেতৃবৃন্দ এ শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।
এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইঞ্জি. রাসেল মিজি, ইঞ্জি. আতিকুর রহমান খান, ইঞ্জি. জাকির হোসেন সাগর, ইঞ্জি. রাকিবুল ইসলাম মাসুম, ইঞ্জি. এমরানুল ইসলাম রাজীব, ইঞ্জি. মোবারক, ইঞ্জি. ফরহাদ বিন সায়ীদ, ইঞ্জি. শরীফ হোসেন, ইঞ্জি. মাইনুদ্দিন ইভান, ইঞ্জি. গুলজার আহমেদ, এমএসএইচ সজীব, ইঞ্জি. মনোয়ার সরকার, ইঞ্জি. সাদাত হোসেন ইফতি, ইঞ্জি. এমদাদুল হক হিরা, ইঞ্জি. সাইফুদ্দিন কবির, ইঞ্জি. মাইনুল করিম সুমন, ইঞ্জি. আল মামুন রনি, ইঞ্জি. ফজলুল হক, ইঞ্জি. তামজিদ সরকার রিয়াদ, ইঞ্জি. আসাদুজ্জামান মিলন, ইঞ্জি. ওয়াহিদুর রহমান পিয়াস, ইঞ্জি. মোঃ শাহেদ আলী (পলাশ) প্রমুখ নেতৃবৃন্দ।
শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ এবং দেশ জাতির মঙ্গল
কামনায় ফাতিহা পাঠ ও মোনাজাত করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২০২০-২০২৫ টার্মের নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মল্লিক-খন্দকার মাঈনুর রহমানের নেতৃত্বাধীন প্যানেলকে সমর্থন ব্যক্ত করে বিজয় নিশ্চিতকল্পে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.