শামসুজ্জামান ডলারঃ চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক প্রধান অতিথির বক্তব্যে বলেছেন- সারা দেশের বিএনপির নেতাকর্মী আজ ভালো নেই। কারণ আমাদের প্রাণপ্রিয় মাতৃতুল্য নেত্রী এবং ষোল কোটি মানুষের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায় বন্দি। নেত্রী যতদিন কারাগারে থাকবে ততদিন আমরা জিয়ার সৈনিকরা শান্তিতে রাত্রিযাপন করতে পারি না। তাই জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে, সংগঠনকে শক্তিশালী করতে হবে। দল যদি শক্তিশালী না থাকে তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্ধী থেকে মুক্ত করতে হলে রাজপথে কঠোর আন্দোলনে নামতে হবে। সেই আন্দোলনের মূল প্রস্তুতি হচ্ছে আজকে এই সম্মেলন। এই সম্মেলন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া আমরা ঘরে ফিরে যাবো না।
উপজেলা বিএনপির আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক আমান গাজীর পরিচালনায়, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগীয় সহ সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ, বিশিষ্ট সমাজ সেবক, ও উপজেলা বিএনপির সাকেব সভাপতি, আলহাজ্ব এমএ হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ছলিম উল্যা সেলিম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, দেওয়ান সফিকুর জ্জামান, যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, অ্যাড. জহির উদ্দীন বাবর, ঢাকা টেক্সার্স বারের সাবেক সভাপতি ও বিএনপি নেতা অ্যাড. আব্বাস উদ্দীন, জেলা বিএনপি নেতা হজরত আলী, অ্যাড. জাহাঙ্গীর, চাঁদপুর সদর বিএনপির সভাপতি শাহাজালাল মিশন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহম্মেদ বাহার, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন আকাশ। এছাড়া উপজেলা , পৌর বিএনপি এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখেন।
আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি শরীফ মোঃ ইউনুছকে সভাপতি ও মজিবুর রহমান দুলালকে সাধারণ সম্পাদক করে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও আমানত গাজীকে সভাপতি ও জাহাঙ্গীর হোসেনকে সাধারন সম্পাদক করে পৌর বিএনপি কমিটি ঘোষনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.