বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইলে অডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। পাশাপাশি করোনা মহামারি রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ৩৯ সেকেন্ডের অডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আসসালামু আলাইকুম। আমি শেখ হাসিনা বলছি। বছর ঘুরে আমাদের মাঝে আবাও এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনা ভাইরাসের এই মহামারীর দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।
আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। ঈদ মোবারক।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.