বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
রবিবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দীর্ঘ সময় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার এই প্রয়াণ আমাদের শোকে আচ্ছাদিত করেছে। আইনাজ্ঞনের পথিকৃত মাহবুবে আলমের মৃত্যতে আমরা গভীর শোকাহত।
উপাচার্য বলেন, তিনি একজন সজ্জন ব্যক্তি ও জাতীয় বিশ্ববিদ্যালয় অকৃত্রিম বন্ধু ছিলেন। সৎ এবং নির্লোভ মানুষ হিসেবে সারাজীবন তাকে আমরা মনে রাখব। আইন পেশায় তার বর্ণাঢ্য এই জীবনে তিনি অনেক মানুষকে আইনি সেবা প্রদান করেছেন। তার চলে যাওয়ার শূন্যতা পূরণ হবার নয়।
শোকবার্তায় উপাচার্য মরহুম মাহবুবে আলমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.