পরিক্রমা ডেস্ক : আইএফআইসি ব্যাংকে উপ ব্যবস্থাপনা পরিচালক এবং এসএমই অ্যান্ড রিটেইল-এর চিফ বিজনেস অফিসার হিসেবে যোগ দিয়েছেন গীতাঙ্ক দেবদীপ দত্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি প্রাপ্ত গীতাঙ্ক ১৯৯৫ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
এরপর তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, মাস্টারকার্ড বাংলাদেশ এবং এইচএসবিসি বাংলাদেশ-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।
এছাড়াও তিনি মালদ্বীপ ইসলামিক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং এবং পেমেন্ট কৌশল উন্নয়নের জন্য একজন কনসালটেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে আইএফআইসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.