বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক: বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশের ২১ বিশিষ্টজন একুশে পদক পাচ্ছেন। একুশে পদক প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী।
বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন।
সম্প্রতি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।
২১শে পদক যারা পাচ্ছেন তারা হলেন- ভাষা আন্দোলনে অধ্যাপক হালিমা খাতুন, অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ার ইসলাম। শিল্পকলায় (সঙ্গীত) সুবীর নন্দী, মরহুম আজম খান ও খায়রুল আনাম শাকিল। শিল্পকলা (অভিনয়) লাকী আনাম, সুবর্ণ মোস্তফা ও লিয়াকত আলী লাকী।
একইভাবে শিল্পকলার আলোকচিত্রতে সাইদা খানম, শিল্পকলার চারুকলায় জামাল উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধে ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য, গবেষণায় ডক্টর বিশ্বজিৎ ঘোষ ও ড. মাহবুবুল হক। এছাড়া শিক্ষায় ডক্টর প্রণব কুমার বড়ুয়া, ভাষা ও সাহিত্যে রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের ও হরিশংকর জলদাস।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.