বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : পাইপলাইন স্থানান্তরের কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বেশ কিছু এলাকায় ৯ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
বুধবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো তিতাস গ্যাস ট্রান্সমিশন ও বিতরণ সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাসের জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর জিয়া সরণি, জুরাইন, ধোলাইপাড়, জুরাইন মেডিকেল রোড, জুরাইন মাদ্রাসা রোড, একে স্কুল রোড, মিরহাজিরবাগসহ অনেক এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইরাকি কবরস্থান গলি ও এর আশেপাশের এলাকায় সব ধরণের গ্রাহকদের গ্যাস সংযোগ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.