প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৯:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৩, ২০২৩, ৮:৪০ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক অঙ্গণে পদার্পণ করলো বেক্সিমকো ইসলামিক আইকন সিজন ৩

মোঃ জাকির হোসেন : বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গণে পদার্পণ করলো
বেক্সিমকো ইসলামিক আইকন সিজন ৩। বিশ্বের বিভিন্ন দেশের সব বয়সি প্রতিযোগীদের অংশগ্রহণের জন্য আজ থেকে আগামী পহেলা ফেব্রুয়ারী পর্যন্ত অনলাইন রেজিষ্ট্রেশন শুরু করেছে
বেক্সিমকো ইসলামিক আইকন সিজন ৩। এই আয়োজনের টিভি রাউন্ডের পর্বগুলি পবিত্র মাহে রমজানে আরটিভিসহ বিশ্বের ৪০টি গণমাধ্যমে দেখা যাবে।
দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়। এসময় ইবনেসিনা ট্রাষ্টের চেয়ারম্যান ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য চৌধুরী মাহমুদুল হাসান, সাবেক শিক্ষা সচিব ড. এন আই খান, ভূমি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আতাউর রহমান, বাংলা একাডেমীর পরিচালক ড. হারুনুর রশিদ, আর টিভির অনুষ্ঠান প্রধান রাকিব, বিক্রয় ও বিপনন প্রধান সুদেব চন্দ্র প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.