বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : অক্টোবর-নভেম্বরে আরেক দফা করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে জানিয়ে এ নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
সচিব বলেন, অক্টোবর-নভেম্বর থেকে আরেক দফা করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে। তাই প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
দ্বিতীয়বার করোনার সংক্রমণের আশঙ্কায় প্রস্তুতি ও পরিকল্পনা নিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মাস্ক ব্যবহারে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিসভায় ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা আইন-২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মেডিক্যাল শিক্ষায় গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে এটার অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে সচিব জানান, এর ফলে খুলনা বিভাগে মেডিক্যাল কলেজসহ চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ এই বিশ্ববিদ্যালয়ের আওতাধীন থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.