আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং স্পেন ভিত্তিক আন্তর্জাতিক এনজিও প্রতিষ্ঠান এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো) এর মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) এডুকোর বাংলাদেশস্থ কান্ট্রি অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) এবং এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো) এর কান্ট্রি ডিরেক্টর আবদুল হামিদ চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো) এর সদস্যগণ আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন ও স্বাস্থ্য ঝুঁকির বিপরীতে নানাবিধ বীমা কভারেজ পাবেন। উল্লেখ্য, আস্থা লাইফের চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্বে পরিচালিত জীবন বীমা প্রতিষ্ঠান যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ক্ষেত্রে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.