পুলিশের ১৮ জন পুলিশ ইন্সপেক্টরকে বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাদের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (২৪ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশের অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শকরা দীর্ঘদিন ধরে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে অফিসার ইনচার্জ ও সম-পদমর্যাদায় বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন।
পদোন্নতি পাওয়া সহকারী পুলিশ সুপারগণ হলেন,
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.