বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে।
সোমবার (১৩ মে) সকালে রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে অভিনেতার মেয়ে কোয়েলের হাতে টাকার চেকটি তুলে দেওয়া হয়। চেকটি তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এসময় অন্যান্যদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, সংগীত শিল্পী রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল রাতে কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন এটিএম শামসুজ্জামান। অবস্থার অবনতি হলে ৩০ এপ্রিল বিকেল তিনটার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
পরে ৩ মে দুপুরে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে সেসময় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ৬ মে তাকে আবারও লাইফ সাপোর্ট দেওয়া হয়। সর্বশেষ ১১ মে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।
এসময় সাংবাদিকদের সাথে তার অবস্থা আগের চেয়ে ভালো আছে বলে উল্লেখ করেন এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.