নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) হিউম্যান রাইটস অ্যান্ড জার্নালিজম: আন্ডারস্ট্যান্ডিং প্রেস ফ্রিডম অ্যান্ড মিডিয়া অ্যাডভোকেসি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি (পিএসএস) বিভাগের সিন্ডিকেট হলে এ সভার আয়োজন করে। এই অনুষ্ঠানে সাংবাদিক, একাডেমিক এবং অ্যাডভোকেসি পেশাজীবীরা মানবাধিকার, প্রেস ফ্রিডম এবং দায়িত্বশীল সাংবাদিকতার মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনএসইউর মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) বিভাগের সহকারী অধ্যাপক ড. হারিছুর রহমান। তিনি বলেন, এই আলোচনা মানবাধিকার এবং প্রেসের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বোঝার গুরুত্ব রয়েছে, কারণ উভয়ই একটি সুস্থ গণতন্ত্রের জন্য অপরিহার্য।
অনুষ্ঠানে মূল বক্তব্য দেন এএফপির ঢাকা ব্যুরো চিফ শেখ সাবিহা আলম। তিনি বলেন, মানবাধিকার নিয়ে কাজ করতে গেলে বা কথা বলতে গেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে। এখানে পক্ষপাতের কোন সুযোগ নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য মানবাধিকারের বিষয়ে পক্ষপাতহীন সাংবাদিকতা আমরা খুব কমই দেখি। রাষ্ট্রের উচিত সব নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা।
এরপর একটি উন্মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে প্যানেল সদস্যরা এবং উপস্থিত দর্শকরা অংশ নেন। আলোচকদের মধ্যে ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
ছবি : সংগৃহীত
তিনি মিডিয়ার মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রচারের ভূমিকা নিয়ে বলেন, মিডিয়া হচ্ছে ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করার একটি মূল স্তম্ভ, এটি গণতান্ত্রিক নীতিমালা বজায় রাখতে সহায়তা করে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনএসইউর স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ও অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম। তিনি স্বাধীন সাংবাদিকতার জন্য আরও বেশি প্রতিষ্ঠাগত সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সাংবাদিকতা যাতে মুক্তভাবে বিকশিত হতে পারে, সেজন্য এমন পরিবেশ সৃষ্টি করা জরুরি যেখানে সাংবাদিকরা কোন ধরনের ভয় ছাড়াই কাজ করতে পারবেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এনএসইউর পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক এবং চেয়ারম্যান ড. রিজওয়ান খায়ের। তিনি বলেন, এই অনুষ্ঠানটি প্রেস ফ্রিডমের গুরুত্ব এবং এটি কীভাবে মানবাধিকারকে প্রভাবিত করে, তা স্পষ্ট করেছে। এরপর ক্রেস্ট দেয়া এবং একটি ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন এমসিজে বিভাগের সহকারী অধ্যাপক ড. এস.এম. রেজওয়ান উল আলম।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.